সঠিক উত্তর হচ্ছে: কৃ
ব্যাখ্যা: ধাতুর উত্তর যে প্রত্যয় যোগে নতুন নতুন শব্দ সৃষ্টি হয় তাকে কৃৎ প্রত্যয় বলে। কৃৎ প্রত্যয়ে ধাতুর অন্ত্যস্বরের ও উপধা লঘু স্বরের গুণ হয়। যেমন - √কৃ + তব্য = কর্তব্য। সংস্কৃতে তব্য , অনীয় , ণ্যৎ , যৎ , ক্যপ্ - এই পাঁচটি প্রত্যয় হল কৃত্য প্রত্যয়।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ]