নিচের অপশন গুলা দেখুন
- ব্যাধিকরণ বহুব্রীহি
- অলুক দ্বন্দ্ব
- অলুক বহুব্রীহি
- অলুক তৎপুরুষ
সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস বলে। এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়।
কিছু ক্ষেত্রে বিভক্তি লোপ পায় না, এসব তৎপুরুষ সমাসের নাম অলুক তৎপুরুষ। যেমন,
গরুর গাড়ি = গরুরগাড়ি,
তেলে ভাজা = তেলে ভাজা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম- দশম শ্রেণি।