সঠিক উত্তর হচ্ছে: শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন
ব্যাখ্যা: ১/বিশেষ্য শব্দের একবচনের ব্যবহারেও অনেক সময় বহুবচন বোঝানো হয়। যেমন: বনে বাঘ থাকে(একবচন ও বহুবচন দুই ই বোঝায়। )\n২/লোকে বলে- বলতে অনেক লোককে বোঝানো হয়, তাই এটিও বহুবচন।\n৩/ মানুষ মরণশীল - বলতে সব মানুষই মরণশীল বোঝায়।\n৪/শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। এখানে ছাত্রকে বলতে একজন কে বোঝায়।\nতাই সঠিক উত্তর (ঘ)।