নিচের অপশন গুলা দেখুন
- MIGA
- ICSID
- IMF
- IBRD
IMF এর পূর্ণরূপ International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল। ব্রেটন উডস্ সম্মেলনে বিশ্বব্যাংকের পাশাপাশি আরেকটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয় যার নাম IMF। IMF - এর প্রাথমিক লক্ষ্য ছিলো - আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার (International Monetary System) একটি স্থায়ী পদ্ধতি প্রণয়ন করা এবং সেই উদ্দেশ্যে মুদ্রা বিনিময় হার নির্ধারণ এবং আন্তর্জাতিক লেনদেন সহজে প্রক্রিয়াকরণে সহায়তা করা। বর্তমানে, এটি আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার সহায়তা, আন্তর্জাতিক বাণিজ্য সহজ করা, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নয়ন এবং সদস্যদের বাণিজ্য ঘাটতি দূরীকরণে সম্পদ ও পুঁজি (resources) ব্যবহারে পরামর্শ দান ইত্যাদি কাজ করে থাকে।
প্রতিষ্ঠাঃ জুলাই, ১৯৪৪ সাল
কার্যক্রম শুরুঃ মার্চ, ১৯৪৭
প্রতিষ্ঠার স্থানঃ নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
সদস্য সংখ্যাঃ ১৮৯টি দেশ (সর্বশেষ সদস্য - নাউরু)
প্রতিষ্ঠাকালীন সদস্যঃ ৪০টি দেশ
প্রতিষ্ঠাকালীন সম্মেলনঃ Bretton Woods Conference
সদর দপ্তরঃ ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র
উৎসঃ HelloBCS Content (upcoming)