সঠিক উত্তর হচ্ছে: শার্ল লুই আফন্সে লাভেরা
ব্যাখ্যা: ম্যালেরিয়ার ওপর বৈজ্ঞানিক গবেষনার প্রথম উল্লেখযোগ্য অগ্রগতি হয় 1880 সালে.আলজেরিয়া-র কনস্টান্টটাইন-এর সামরিক হাসপাতালে কর্মরত শার্ল লুই আফন্সে লাভেরা নামে একজন ফরাসী সমরিক ডাক্তার ম্যালেরিয়া রোগাক্রান্তদের লাল রক্ত কণিকা-য় প্রথম প্যারাসাইট দেখতে পান .তিনি এরপর প্রস্তাব পেশ করেন যে ম্যালেরিয়া এই প্রটোজোয়া-র দ্বারাই হয় এবং এর মাধ্যমে রোগসৃষ্টি প্রটোজোয়াটি প্রথম চিন্হিত হয় , এটা এবং তাঁর পরের আবিষ্কারের জন্য লাভেরা কে 1907 সালে চিকিত্সাশাস্ত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়.প্রটোজোয়াটির প্লাজমোডিয়াম নামকরণ করেন ইতালীয় বৈজ্ঞানিকদ্বয় এত্তরে মার্চিয়াভা এবং এঞ্জেলো চেল্লি.এক বছর পরে কার্লস ফিনলে নামক হাভানা-তে ইয়েলো ফিভারইয়েলো ফিভার (পীত জ্বর)/2}-এর চিকিত্সারত এক কুবা-ন ডাক্তার জোরদার তথ্য প্রদান করেন যে মশা মানুষের দেহে ও দেহ থেকে রোগ ছড়াচ্ছে.এই কাজটি ফিলারিয়াসিস-এর সংক্রমণের ওপর জোসিয়াহ সি.নট এবং প্যাট্রিক ম্যানশন-এর একটি কাজ কে অনুসরণ করে