সঠিক উত্তর হচ্ছে: ১৭৮৯
ব্যাখ্যা: জেরেমি বেন্থাম ১৭৮৯ সালে প্রথম উপযোগবাদ তত্ত্ব ব্যাখ্যা করেন। ইংলিশ দার্শনিক জেরেমি বেন্থাম কে এজন্যে উপযোগবাদ তত্ত্বের জনক বলা হয়। তিনি তার An introduction of the Principles of Morals and Legislation\" গ্রন্থে এই তত্ত্বটি ব্যাখা করেন। উপযোগবাদ তত্ত্ব অনুযায়ী যা কিছু আনন্দদায়ী তাই ভালো[তথ্যসূত্রঃ উইকিপিডিয়া ]