সঠিক উত্তর হচ্ছে: শ্রৎ + √ধা + অ + আ
ব্যাখ্যা: যে সকল শব্দ প্রত্যয়যোগে তৈরি হয় না এবং দীর্ঘ স্বরধ্বনি যুক্ত নয়, সেগুলোর স্ত্রীলিঙ্গবাচক শব্দ গঠনের ক্ষেত্রে প্রথমে অ (অঙ) প্রত্যয় যুক্ত করা হয়, পরে এর সাথে আ (আপ্) প্রত্যয় যুক্ত করে স্ত্রীলিঙ্গবাচক শব্দ সৃষ্টি করা হয়। যেমন- √কথ্ (বলা) + অ (অঙ) + আ (টাপ্) = কথা, √শ্রৎ + √ধা + অ (অঙ) + আ (টাপ্) = শ্রদ্ধা।