menu search
আমাদের সাইটে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ | প্রশ্ন এবং উত্তর প্রদান করে আমাদের সাইট থেকে আয় করতে পারবেন | তাই দেরি না করে এখনই একাউন্ট করেন |
more_vert
thumb_up_off_alt 0 পছন্দ thumb_down_off_alt 0 জনের অপছন্দ

1 উত্তর

more_vert

উত্তরঃ যে Transducer পরিচালনার জন্য বাহিরের কোন সোর্সের প্রয়োজন হয় না , তাকে একটিভ ট্রান্সডিউসার বলে । যেমনঃ পিজো ইলেক্ট্রিক, ফটো ভোল্টাইক সেল, থার্মোকাপাল ও থার্মোপাইল।

২। ট্রান্সডিউসার বলতে কী বুঝায় ?

উত্তরঃ ট্রান্সডিউসার এমন একটি ডিভাইস যা এক প্রকার শক্তিকে অন্য প্রকার শক্তিতে রূপান্তর করে।

৩। চারটি প্রাইমারি সেন্সিং ডিভাইসের নাম লেখ ?

উত্তরঃ স্প্রিং, ডায়াফ্রাম, ক্যাপসুল, বার্ডান টিউব, বাইমেটালিক ষ্ট্রিপ।

৪। লিকুইড লেভেল পরিমাপে ব্যবহৃত ট্রান্সডিউসারের নাম কী ?

উত্তরঃ লিকুইড লেভেল পরিমাপে ডাই ইলেক্টিক গেজ ব্যবহৃত হয় ।

৫। Sensor কি বুঝায় ?

উত্তরঃ যে উপাদান কোন ভৌতিক রাশিকে ইলেকট্রিক্যাল রাশিতে রূপান্তর করা হয় তাকে Sensor বলে ।

৬। সেকেন্ডারি ট্রান্সডিউসার কাকে বলে ?

উত্তরঃ যে ট্রান্সডিউসারের মাধ্যমে নন ইলেকট্রিক্যাল রাশিকে ইলেকট্রিক্যাল রাশিতে রূপান্তর করা হয় তাকে সেকেন্ডারি ট্রান্সডিউসার বলে ।

৭। গেজ ফ্যাক্টর কাকে বলে ?

উত্তরঃ ধাতব পরিবাহীর প্রতি একক Resistance এর পরিবর্তন এবং প্রতি একক দৈর্ঘ্যের পরিবর্তন এর অনুপাতকে গেজ ফ্যাক্টর বলে ।

৮। LVDT কী ?

উত্তরঃ যখন কোন Transformer এর মোট output voltage দুটি output voltage এর পার্থক্য হতে পাওয়া যায় এবং এর মধ্যবর্তী কণের Displacement এর সাথে উক্ত voltage এর মান সমানুপাতিক হারে পরিবর্তিত হয় তাকে LVDT বলে ।

৯। LVDT – এর মূলনীতি কি ?

উত্তরঃ যখন কোন Transformer এর মোট output voltage দুটি output voltage এর পার্থক্য হতে পাওয়া যায় এবং এর মধ্যবর্তী কণের Displacement এর সাথে উক্ত voltage এর মান সমানুপাতিক হারে পরিবর্তিত হয়।

১০।পিজোরেজিষ্টিভ ইফেক্ট কাকে বলে ?

উত্তরঃ যদি কোন ধাতব পরিবাহীকে সম্প্রসারণ বা সংকোচন করা হয় তবে উহার দৈর্ঘ্য ও ব্যাসের পরিবর্তনের ফলে রেজিস্ট্যান্স পরিবর্তন হয় । তাছাড়া এর রেজিষ্টিভিটিরও পরিবর্তন হয় । তা ছাড়া রেজিষ্টিভিটিরও পরিবর্তন হয় । স্ট্রেইন প্রয়োগের ফলে পরিবাহীর রেজিষ্টিভিটিরও পরিবর্তনের বিশিষ্টকে পিজোরেজিষ্টিভ ইফেক্ট বলে ।

১১। রেজিস্টিড থার্মোমিটার কী?

উত্তরঃ যে কোন ধাতব পদার্থে তাপ প্রয়োগ করলে তার রেজিস্ট্যান্স পরিবর্তন হয় । ধাতব পদার্থের এই ধর্মের উপর ভিত্তি করেই রেজিস্ট্যান্স থার্মোমিটার তৈরি করা হয় । রেজিস্ট্যান্স থার্মোমিটার রেজিস্ট্যান্স পরিবর্তন পরিমাপ করে তাপমাত্রা পরিমাপ করে।

thumb_up_off_alt 0 পছন্দ thumb_down_off_alt 0 জনের অপছন্দ

392,501 টি প্রশ্ন

384,247 টি উত্তর

138 টি মন্তব্য

1,369 জন সদস্য

186 অ্যাক্টিভ ইউজার
0 সদস্য 186 অতিথি
আজ ভিজিট : 28465
গতকাল ভিজিট : 133306
সর্বমোট ভিজিট : 133118502
এখানে প্রকাশিত প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোনপ্রকার আইনি সমস্যা সবজানো.কম বহন করবে না৷
...