সঠিক উত্তর হচ্ছে: মেজদিদি
ব্যাখ্যা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসঃ পরিণীতা, বিরাজ বৌ, বড়দিদি, দত্তা, বামুনের মেয়ে, দেনাপাওনা, গৃহদাহ, পথের দাবি, শেষ প্রশ্ন। তার রচিত সুখপাঠ্য গল্পঃ বিন্দুর ছেলে, ছবি, মেজদিদি ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর