সঠিক উত্তর হচ্ছে: বৃহস্পতি
ব্যাখ্যা: সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি বা জুপিটার। বৃহস্পতি সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম এবং আকার আয়তনের দিক দিয়ে সৌরজগতের বৃহত্তম গ্রহ। বৃহস্পতির উপগ্রহ আছে মােট ৬৭ টি। এদের মধ্যে চারটি প্রধান উপগ্রহ। এদের নাম হলাে ইও, ক্যালিস্টো, ইউরােপা, এবং গ্যানিমিড (lo, Callisto, Europa, and Ganymede) এদেরকে গ্যালিলীয় চাঁদও বলা হয়।