সঠিক উত্তর হচ্ছে: ১৬১৪ খ্রিস্টাব্দে
ব্যাখ্যা: তৎকালীন ফ্রান্সের জনসংখ্যার এক অংশ হলেও স্টেটস জেনারেলের অধিবেশনে অভিজাত এবং যাজক সম্প্রদায়ের আধিক্য ছিল। যেকোনো সিদ্ধান্ত গ্রহণে অধিকারপ্রাপ্ত অভিজাত ও যাজকদের ছিল দু\'টি করে ভোট আর তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের ছিল কেবল একটি মাত্র ভোট।