সঠিক উত্তর হচ্ছে: আপনি যখন বলেছেন, বেশ তো আমি যাব
ব্যাখ্যা: মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ।- এই বাক্যে অনন্বয়ী অব্যয় উচ্ছ্বাস প্রকাশে ব্যবহৃত হয়েছে। আমি আজ আলবত যাব।; নিশ্চয়ই পারব।- এই বাক্যদ্বয়ে অনন্বয়ী অব্যয় সম্মতি প্রকাশে ব্যবহৃত হয়েছে।আপনি যখন বলেছেন, বেশ তো আমি যাব- এই বাক্যে অনন্বয়ী অব্যয় অনুমোদনবাচকতায় ব্যবহৃত হয়েছে। \n\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম-দশম শ্রেণী]