সঠিক উত্তর হচ্ছে: প্যাপিলোমা
ব্যাখ্যা: হিউম্যান প্যাপিওলোমা ভাইরাস টাইপ-১৬ এবং টাইপ-১৮ ওরোফ্যারিনজিয়াল (গলা) ক্যান্সার সৃষ্টি করতে পারে। বিশেষ করে হিউম্যান প্যাপিওলোমা ভাইরাস টাইপ-১৬-কে মুখের ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর হিসেবে বিবেচনা করা হয়। মুখের ক্যান্সার প্রধানত টনসিল, জিহ্বা ও ওরোফ্যারিংসে হয়ে থাকে।