সঠিক উত্তর হচ্ছে: সম্বন্ধে ষষ্ঠী
ব্যাখ্যা: বাক্যের ক্রিয়াপদের সঙ্গে যে এক বা একাধিক নামপদের কোনো প্রত্যক্ষ সম্বন্ধ থাকে না, অথচ বাক্যের অন্য কোনো নামপদের সঙ্গে সম্পর্ক থাকে, তাকে বা তাদের বলা হয় সম্বন্ধ পদ।যেমন - রহিমার খাতাটি এখানে রাখো। ‘রহিমার\' সঙ্গে ‘রাখো\' ক্রিয়ার কোনো প্রত্যক্ষ সম্পর্ক না থাকলেও অন্য নামপদ ‘খাতাটি’র একটা সম্পর্ক আছে। তাই ‘রহিমার\' পদটি এখানে সম্বন্ধ পদ।\n[তথ্যসূত্রঃ ভাষা ও শিক্ষা, হায়াৎ মামুদ]