সঠিক উত্তর হচ্ছে:  কোনটিই নয়
ব্যাখ্যা: 
হীরা রুমির চেয়ে বেশি পাবেন না, কম পাবে। তাই, উত্তর কোনটিই নয়।
ধরি, জান্নাত, রুমি ও হীরার কাপড়ের পরিমাণ যথাক্রমে ৫ক, ৩ক এবং ২ক
প্রশ্নমতে, 
 ৫ক+৩ক+২ক = ৩০
 বা, ১০ক = ৩০
 ∴ ক = ৩ মিটার 
হীরা রুমির চেয়ে কম পেল = ৩ক - ২ক = ক = ৩ মিটার