সঠিক উত্তর হচ্ছে: দোকান
ব্যাখ্যা: যে সব শব্দকে ভাঙলে আর কোন অর্থসঙ্গতিপূর্ণ শব্দ পাওয়া যায় না, তাকে মৌলিক শব্দ বলে। যেমনঃ গোলাপ, নাক, লাল, তিন, হাওয়া, বাতাস, গ্রাম, শহর, গলি, পথ, সড়ক, মোড়, দোকান প্রভৃতি। [তথ্যসূত্র- বোর্ডবই ৯ম-১০ম শ্রেনি বাংলা ভাষার ব্যকরণ]