সঠিক উত্তর হচ্ছে: দ্বিজেন্দ্রলাল রায়
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক সাজাহান। নূরজাহান, মেবার পতন, চন্দ্রগুপ্ত সিংহল, বিজয় ইত্যাদি তাঁর রচিত ঐতিহাসিক নাটক। বঙ্গনারী ও পরপারে দ্বিজেন্দ্রলাল রায় রচিত সামাজিক নাটক। পাষাণী, সীতা, ভীষ্ম তাঁর রচিত কাব্যনাট্য। উৎস: Hello BCS লেকচার।