সঠিক উত্তর হচ্ছে: সারেং বৌ
ব্যাখ্যা: শহীদুল্লাহ কায়সারের প্রথম উপন্যাস হল সারেং বৌ। উপন্যাসটিতে সমুদ্র উপকূলবর্তী জনপদের চিত্র অঙ্কিত হয়েছে। এই উপন্যাসের প্রধান চরিত্র হল কদম সারেং ও নবীতুন। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ডঃ সৌমিত্র শেখর]