সঠিক উত্তর হচ্ছে: তুরস্ক
ব্যাখ্যা: PKK তুরস্ক ভিত্তিক সংগঠন। এর পূর্ণ রূপ Partiya Karkeran Kurdistan বা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি। সংগঠনটির বর্তমান প্রধান হলেন- মুরাতকারালাইন। বিপ্লবী মার্কসবাদ ও লেলিনবাদ সংগঠনটির আদর্শ। সংগঠনটির প্রধান দাবী হলো- তুরস্ক থেকে আলাদা হয়ে স্বাধীন কুর্দিস্তান রাষ্ট্র গঠন[তথ্যসূত্রঃ প্রথম আলো]