সঠিক উত্তর হচ্ছে: পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে
ব্যাখ্যা: মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। তাই মাছ পানির মধ্যে দ্রবীভূত বাতাস গ্রহণের মাধ্যমে শ্বাসকার্য চালায়। পানিতে বাতাসের অক্সিজেনও মিশ্রিত হয়, আবার সূর্যালোকের উপস্থিতিতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ফাইটোপ্লাঙ্কটন কর্তৃক উৎপন্ন অক্সিজেন মিশ্রিতি হয়।