সঠিক উত্তর হচ্ছে: জন্মের ১২ ঘণ্টার মধ্যে ভ্যাক্সিন ও এইচবিআইজি শট দিতে হবে।
ব্যাখ্যা: মা এর রক্তে হেপাটাইটিস-বি (Hepatitis-B) ভাইরাস থাকলে জন্মের ১২ ঘণ্টার মধ্যে শিশুর শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য ভ্যাক্সিনের পাশাপাশি এইচবিআইজি (HBIG) শক দিতে হবে। মা এর রক্তে হেপাটাইটিস-বি ভাইরাস না থাকলে জন্মের ২৪ ঘণ্টার মধ্যে ভ্যাক্সিন দিলেও সমস্যা নাই।