সঠিক উত্তর হচ্ছে: দেওয়ানি আইন
ব্যাখ্যা: দেওয়ানি আদালত (Civil Court)
\nদেওয়ানি আদালতে কেবল দেওয়ানি মামলার বিচারকার্য পরিচালিত হয়। সাধারণত জমি-জমা, পদবী, ক্ষতিপূরণ, ঋণচুক্তি, অধিকার ইত্যাদি সম্পর্কিত মামলা দেওয়ানি আদালত পরিচালনা করে থাকে। সাধারণ স্তরবিন্যাসে অধস্তন দেওয়ানি আদালতসমূহ: বাংলাদেশের বিচার ব্যবস্থায় পাঁচ ধরনের দেওয়ানি আদালত রয়েছে। যথা- 
\n          ? জেলা জজের আদালত   
 \n          ? অতিরিক্ত জেলা জজের আদালত 
\n          ? যুগ্ম জেলা জজের আদালত
  \n          ? সিনিয়র সহকারি জজের 
\n          ? সহকারি জজের আদালত