সঠিক উত্তর হচ্ছে: নিম্নভূমি \nনিমজ্জিত হবে
ব্যাখ্যা: গ্রীন হাউস ইফেক্টের ফলে পৃথিবীর উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ফমে মেরু অঞ্ছলের বরফ গলে যাচ্ছে \nএবং পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। যার ফলে বাংলাদেশের নিম্নভূমি নিমজ্জিত হউয়ার সম্ভাবনা রয়েছে\n[তথ্যসূত্রঃ উইকিপিডিয়া এবং মুক্ত বিশ্বকোষ]