সঠিক উত্তর হচ্ছে: বার্লিন, জার্মানি
ব্যাখ্যা: লিবিয়ার শান্তি আলোচনা ও অস্ত্রবিরতির লক্ষ্যে ১৯ জানুয়ারি ২০২০ সালে বিশ্বনেতারা মিলিত হয়— বার্লিন, জার্মানি।\r\n.\r\n২০১১ সালে আরব বসন্তের প্রভাবে মুয়াম্মার আল-গাদ্দাফির পদচ্যুতি ও নিহত হওয়ার পর থেকে দেশটি দু’পক্ষে বিভক্ত হয়ে পড়ে। দেশটির পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করে— জাতিসংঘ স্বীকৃত জাতীয় সরকারের প্রধানমন্ত্রী ফায়াজ আল সারাজ। পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করে— মিসর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত সমর্থিত জেনারেল খলিফা হাফতারের বাহিনী। \r\n\r\n? তুরস্ক ও রাশিয়ার যৌথ আহ্বানে লিবিয়ায় যুদ্ধরত আন্তর্জাতিক স্বীকৃত সরকার ও বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের বাহিনী অস্ত্রবিরতিতে সম্মত হয়— ১২ জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দে। \r\n? শান্তি আলোচনায় ১৯ জানুয়ারি ২০২০ বিশ্বনেতারা মিলিত হয়— বার্লিন, জার্মানি। \r\n? আলোচনায় সভাপতিত্ব করেন— জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। \r\n? সিদ্ধান্ত— যুদ্ধবিরতি কার্যকর করায় লিবিয়াকে আর কোনো সামরিক সহায়তা দেয়া হবে না।