সঠিক উত্তর হচ্ছে: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: আনন্দমঠ উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় এর।ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিতে সসন্ন্যাসী বিদ্রোহ এর ছায়া অবলম্বনে রচিত উপন্যাসটি ১৮৮২ সালে প্রকাশিত হয়।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর ]