সঠিক উত্তর হচ্ছে: ড. নীলিমা ইব্রাহিম
ব্যাখ্যা: ড. নীলিমা ইব্রাহিমের উপন্যাস হল বিশ শতকের মেয়ে ও বহ্নিবলয়। তার নাটক রমনা পার্কে ও দুয়ে দুয়ে চার এবং প্রবন্ধগ্রন্থ হল আমি বীরাঙ্গনা বলছি ও শরৎ প্রতিভা। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ডঃ সৌমিত্র শেখর]