সঠিক উত্তর হচ্ছে: জাপান থেকে
ব্যাখ্যা: ADB\r\n ? বর্তমান প্রেসিডেন্ট তাকাহিকো নাকাও \r\n ? পূর্ণরূপ- Asian Development Bank \r\n ? প্রতিষ্ঠিত হয়- ১৯৬৬ খ্রিস্টাব্দে। সদস্য- ৬৮টি।\r\n ? সদর দপ্তর- ফিলিপাইন, ম্যানিলা।\r\n ? প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকে।\r\n ? ১৯৭৩ সালে বাংলাদেশ এই সংস্থার সদস্যপদ লাভ করে।\r\n\r\nIDB \r\n\r\n ? পূর্ণরূপ- Islamic Development Bank \r\n ? কার্যক্রম শুরু হয়- ২০ অক্টোবর, ১৯৭৫ খ্রিস্টাব্দে।\r\n ? বর্তমান সদস্য- ৫৭টি। সদর দপ্তর- জেদ্দা,সৌদি আরব\r\n ? IDB হলো OIC বিশেষায়িত প্রতিষ্ঠান। OIC এর সদস্য আইভরি কোস্ট IDB এর সদস্য নয়। IDB এর সদস্য হতে গেলে অবশ্যই OIC এর সদস্য হতে হয়।\r\n ? বাংলাদেশ এর সদস্য হয় ১৯৮৩ খ্রিস্টাব্দে। \r\n\r\nAFDB \r\n ? পূর্ণরূপ- African Development Bank \r\n ? প্রতিষ্ঠিত হয়- ১০ সেপ্টেম্বর, ১৯৬৪ খ্রিস্টাব্দে।\r\n ? সদস্য সংখ্যা- ৮০টি। \r\n ? সদর দপ্তর- আবিদজান, আইভরি কোস্ট।