ব্যাখ্যা: ১৪ জুন ১৯৮৫ লুক্সেমবার্গের শেনজেনে শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয়।\n\nইউরোপের ২৬ টি দেশ নিয়ে এ শেনজেন এলাকা গঠিত হয়।\nভিসা ছাড়াই এ দেশের নাগরিকরা এ দেশগুলোতে ভ্রমণের অনুমতি পেয়ে থাকে।\n\nসঠিক উত্তর - ব্রিটেন।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।