সঠিক উত্তর হচ্ছে: ঘড়ির কাঁটার বিপরীত দিকে
ব্যাখ্যা: পাশাপাশি সংযুক্ত গিয়ারগুলাে পরস্পর পরস্পরের বিপরীত ঘােরে।চিত্রে প্রথম গিয়ার অর্থাৎ X গিয়ার যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘােরে, তবে দ্বিতীয়টি ঘড়ির কাঁটার দিকে ঘোরবে।তৃতীয় গিয়ার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘােরবে,চতুর্থট গিয়ার ঘড়ির কাঁটার দিকে এবংপঞ্চম গিয়ার অর্থাৎ Y গিয়ার ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে।