সঠিক উত্তর হচ্ছে: হাসি মাখা মুখ - হাসিমুখ
ব্যাখ্যা: চিরকাল ব্যাপিয়া সুখী = চিরসুখী দ্বিতীয়া তৎপুরুষ সমাস।
\nযে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন: সিংহ চিহ্নিত আসন = সিংহাসন, সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা, স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ, হাসি মাখা মুখ - হাসিমুখ .