সঠিক উত্তর হচ্ছে: ১৩৭ তম
ব্যাখ্যা: পাঁচ বছর ধরে অর্থনৈতিক স্বাধীনতার সূচকে উন্নতির ধারা অব্যাহত থাকলেও এবার অর্থনৈতিক স্বাধীনতা সূচকে পিছিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন প্রকাশিত অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২২ এ তথ্য উঠে এসেছে। প্রতি বছর এ সূচক প্রকাশ করে থাকে সংস্থাটি। এ বছরের প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক স্বাধীনতা সূচকে ১৭ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ১৭৭ দেশের মধ্যে বাংলাদেশ এখন ১৩৭তম অবস্থানে। এর আগে ২০২১ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১২০তম। সূচকে আরও বলা হয়েছে, নাগরিকের শ্রম ও সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রত্যেক ব্যক্তির মৌলিক অধিকার। অর্থনৈতিকভাবে একটি সমাজে প্রতিটি নাগরিক শ্রম ও ব্যবসায় কতটুকু স্বাধীনতা ভোগ করছে, কর্ম, উৎপাদন, ভোগ এবং যেভাবে খুশি সেভাবে বিনিয়োগ করার স্বাধীনতা পাচ্ছে কিনা, এসব কিছু বিবেচনায় নিয়ে তৈরি করা হয় এই সূচক। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ বছর বাংলাদেশের অবস্থান চতুর্থ। এরপরে নেপাল, পাকিস্তান ও মালদ্বীপ। কিন্তু ভুটান, ভারত ও শ্রীলঙ্কার পেছনে রয়েছে বাংলাদেশ। যদিও ২০২১ সালে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ছিল শুধু ভুটানের পরে, দ্বিতীয় অবস্থানে।