সঠিক উত্তর হচ্ছে: অধিকরণ কারক
ব্যাখ্যা: আয়ু যেন তার, \" পদ্ম পাতার নীর\"। এখানে পদ্ম পাতা অধিকরণ কারক। কারণ,\n\nক্রিয়া সম্পাদনের কাল বা সময় এবং আধারকে অধিকরণ কারক বলে। যদি কোন ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তাকে ভাবাধিকরণ বলে। এখানে পদ্ম পাতা ভাবাধিকরণ কারক।\n\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]