সঠিক উত্তর হচ্ছে: ফরিদপুর
ব্যাখ্যা: পল্লীকবি জসীমউদ্দিনের এক অনবদ্য সৃষ্টি \'আসমানী কবিতা। কবির আসমানী কবিতার \'আসমানী\' চরিত্রটি কোনো কল্পনা ছিল না। আসমানী অতি সাধারণ এক মেয়ের নাম। পল্লীকবি জসীমউদ্দীনের আসমানী কবিতার সেই \'আসমানী\' চরিত্রটির বাড়ি ফরিদপুর জেলার রসুলপুর গ্রামে। কবি যখন আসমানী কবিতা লেখেন তখন আসমানীর বয়স ছিল মাত্র নয় বছর।\n\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,সৌমিত্র শেখর]