সঠিক উত্তর হচ্ছে: তৎ + ময়
ব্যাখ্যা: ঙ, ঞ, ণ, ন, ম\' পরে থাকলে পূর্ববর্তী অঘোষ অল্পপ্রাণ স্পর্শধ্বনি সেই বর্গীয় ঘোষ স্পর্শধ্বনি কিংবা নাসিক্য ধ্বনি হয়। যেমনঃ তৎ + ময় = তন্ময়, জগৎ + নাথ = জগন্নাথ, দিক্ + নির্ণয় = দিগ্নির্ণয় ইত্যাদি\n [সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর।]