সঠিক উত্তর হচ্ছে: পানি
ব্যাখ্যা: \'অম্বু\'-এর সমার্থক শব্দ: পানি, সলিল, নীর, উদক, জল, বারি, অম্ভ।
\nআগুন-এর সমার্থক শব্দ: অগ্নি, অনল, পাবক, সর্বভুক, সর্বশুচি, হুতাশন।
\nচাঁদ-এর সমার্থক শব্দ: চন্দ্র, শশধর, সুধাকর, সুধাংশু, সীতাংশু, সোম, বিধু, হিমকর।
\nনদী-এর সমার্থক শব্দ: স্রোতস্বিনী, তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, শৈবলিনী, গাঙ, কল্লোলিনী।