এন্টিজেন হলো সেই পদার্থ যা সুনির্দিষ্ট এন্টিবডির সাথে বন্ধনে আবদ্ধ হয়। আর এন্টিবডি হলো বিশেষ ধরনের প্রোটিন (আমিষ), যা রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। ৩২টি ভিন্ন ভিন্ন বিভাজন থাকলেও ব্যবহারিক দিক থেকে রক্তকে প্রধানত 'এ', 'বি' 'ও' এবং 'আরএইচডি' এন্টিজেন এই দু'টি উপায়ে ভাগ করা হয়