সঠিক উত্তর হচ্ছে: ১৯৯২ সালে
ব্যাখ্যা: শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে উঠে। ১৯৯২ সালের ২৬ মার্চ প্রতিষ্ঠিত হয় গণ-আদালত। প্রতীকী বিচারে জামায়াতের সে সময়ের আমির গোলাম আযমের অপরাধ মৃত্যুদণ্ডতুল্য বলে রায় দেয় গণ-আদালত।\n\n[তথ্যসূত্রঃ\"গণ-আদালত থেকে ট্রাইব্যুনাল\"\nদৈনিক প্রথম আলো]\n