সঠিক উত্তর হচ্ছে: √কৃ+ণক
ব্যাখ্যা: কারক শব্দের আক্ষরিক অর্থ \"যা ক্রিয়া সম্পাদন করে\"। অর্থাৎ বাক্যের ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে।প্রকৃতি প্রত্যয়ের নিয়ম অনুযায়ী শব্দের শেষে \"অক\" থাকলে তা \"ণক\" হয়ে যায়।\n‘কারক’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় - √কৃ+ণক.\n