ব্যাখ্যা: অশ্রুজল-চোখের পানি অর্থে ব্যবহার অপপ্রয়োগ।কেননা অশ্রু শব্দের অর্থ চোখের জল।তাই এর সাথে জল যুক্ত থাকলে শব্দটির অর্থ হয় চোখের জল জল।অতএব এর প্রয়োগ হবে অশ্রু/চোখের জল।(তথ্যসূত্রঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ)
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।