সঠিক উত্তর হচ্ছে: ভবন
ব্যাখ্যা: যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ [তৎ (তার)+ সম (সমান)] = তার সমান অর্থাৎ সংস্কৃত। তৎসম শব্দ খুব গুরুগম্ভীর হয়ে থাকে। যেমনঃ চন্দ্র,ভবন,নক্ষত্র, ছেমড়া ইত্যাদি। \n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেনী বাংলা ব্যাকরণ বই]