নিচের অপশন গুলা দেখুন
- তেমাথা
 - নরাধম
 - নরপশু
 - জীবন্মৃত
 
কর্মধারয় সমাসের কিছু উদাহরণ - 
মহতী যে কীর্তি = মহাকীর্তি, 
মহান যে নবি = মহানবি, 
কু যে অর্থ = কদর্থ, 
অধম যে নর = নরাধম, 
মহান যে রাজা = মহারাজা, 
পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ, 
তুষারের ন্যায় শুভ্র = তুষারশুভ্র ইত্যাদি৷ 
নরপশু আর জীবন্মৃত হলো নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। 
তেমাথা হলো দ্বিগু সমাস৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।