সঠিক উত্তর হচ্ছে: ০৫/০৩/২০১৬
ব্যাখ্যা: E-mail-এর উদ্ভাবক \"রে টমলিনসন\" মারা যান-০৫/০৩/২০১৬ তারিখে। তিনি ১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কম্পিউটার প্রকৌশলীই এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কের মধ্যে ইলেকট্রনিক বার্তা আদান-প্রদানের ধারণা দেন। তিনিই ইমেইলের ক্ষেত্রে (@) সংকেত বসান। এই সংকেতটি যা বর্তমান ইমেইলের ক্ষেত্রে মানদণ্ড হয়ে উঠেছে। বোস্টনের গবেষণা প্রতিষ্ঠান বোল্ট, বেরানেক অ্যান্ড নিউম্যানে প্রকৌশলী হিসেবে কাজ করার সময় টমলিনসন তার প্রথম ই-মেইলটি পাঠান। বোস্টনের ওই প্রতিষ্ঠানটি পরে ‘অর্পানেট’ নাম নেয়। ইন্টারনেটের প্রাথমিক সংস্করণের অনেক গবেষণাই ওই প্রতিষ্ঠান থেকে হয়েছিল। তথ্য-প্রযুক্তি জগতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে ইন্টারনেটের হল অব ফেমে অন্তর্ভুক্ত হয় টমলিনসনের নাম।