সঠিক উত্তর হচ্ছে: ফারসি ও আরবি
ব্যাখ্যা: চৌহদ্দি একটি মিশ্র শব্দ। \'চৌ\' সংস্কৃত বা তৎসম এবং \'হদ্দি\' আরবি শব্দ। এ দুয়ের সম্মিলনে \'চৌহদ্দি শব্দটি গঠিত (৯ম -১০ম শ্রেণির ব্যাকরণে \'চৌ\' শব্দটিকে ফারসি শব্দ হিসেবে উল্লেখ করা হয়েছে । কিন্তু বাংলা একাডেমির আধুনিক বানান অভিধানে বানান অভিধানে \'চৌ\' শব্দটিকে সংস্কৃত আবার কোথা ও বাংলা শব্দ হিসেবে উল্লেখ করা হয়েছে।