নিচের অপশন গুলা দেখুন
- দ্বিতীয়া তৎপুরুষ সমাস
- চতুর্থী তৎপুরুষ সমাস
- মধ্যপদলোপী বহুব্রীহি সমাস
- অব্যয়ীভাব সমাস
দ্বিতীয়া বিভক্তির লোপে যে সমাস হয় - তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে।
যেমন - বইকে পড় = বইপড়া, বিস্ময়কে আপন্ন = বিস্ময়াপন্ন
আবার, ব্যাপ্তি অর্থে কালবাচক পদের সাথে দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয়।
যেমন - ক্ষণকাল ধরে স্থায়ী = ক্ষণস্থায়ী, চিরকাল ব্যাপিয়া সুখী = চিরসুখী
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।