সঠিক উত্তর হচ্ছে: যোগিক শব্দ
ব্যাখ্যা: যেসব শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না এবং যার সঙ্গে কোনো প্রত্যয়, বিভক্তি বা উপসর্গ যুক্ত থাকে না, তাদের মৌলিক শব্দ বলে।প্রকৃতি ও প্রত্যয় যোগে গঠিত হয় এবং প্রকৃতি ও প্রত্যয় বিশ্লেষন \nকরলে যে সকল শব্দের অর্থ পাওয়া যায় তাদের যৌগিক শব্দ বলে।যেসব শব্দের প্রকৃতি-প্রত্যয় জাত অর্থ এবং ব্যবহারিক অর্থ পৃথক হয় বরং লোক প্রচলিত অর্থ ব্যবহারিক অর্থ হিসেবে প্রকাশ পায় তাকে রূঢ়ি শব্দ বলে।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেনী বাংলা দ্বিতীয় পত্র বই]