সঠিক উত্তর হচ্ছে: প্রাকৃত
ব্যাখ্যা: সাধারণ মানুষ কথা বলত প্রকৃত ভাষায়। ভারতবর্ষে বিভিন্ন অঞ্চলে নানা রকম প্রকৃত ভাষা ছিল, জর্জ আব্রাহাম গ্রিয়ারসন এবং অধিকাংশ ভাষাবিদদের মতে বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। \n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড.সৌমিত্র শেখর]