সঠিক উত্তর হচ্ছে: খরা সহিষ্ণু ধান
ব্যাখ্যা: নারিকা -১ হলো খরা সহিষ্ণু ধান।দেশের বন্যা কবলিত এলাকায় বন্যার পানি সরে যাবার পর আমন ধান লাগানোর জন্য চারা না পাওয়ার কারণে এই নারিকা ধান চাষ করা হয়।এটি একটি উচ্চফলনশীল ধান।এই আফ্রিকা থেকে আনীত ধান।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী কৃষিশিক্ষা বই]