সঠিক উত্তর হচ্ছে: ত্রিপদি
ব্যাখ্যা: সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাস নিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। যেমনঃ চতুর্ভুজ, পঞ্চভূত, ত্রিপদী ইত্যাদি। চারহাতি, তেপায়া, চৌচালা সংখ্যাবাচক বহুব্রীহি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী