সঠিক উত্তর হচ্ছে: বৃষ্টি
ব্যাখ্যা: প্রাকৃতিক উৎস হতে প্রাপ্ত সবচেয়ে মৃদু পানি হচ্ছে বৃষ্টির পানি।
\nমৃদু পানির প্রধান উৎস বৃষ্টিপাত। বৃষ্টিপাতের মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাণে মৃদু পানি পাওয়া যায়। এছাড়াও নদী ও হ্রদের মৃদু পানি পাওয়া যায় তবে তাতে ময়লা ও অপদ্রব্য মিশ্রিত থাকে। সমুদ্রের পানি লবনাক্ত।