সঠিক উত্তর হচ্ছে: কুক্কুরীপাকে
ব্যাখ্যা: কোন সুনিশ্চিত প্রমাণ নেই। তবে ড. সুকুমার সেন মনে করেন, কুক্কুরীপার ভাষার সঙ্গে নারীদের ভাষার মিল আছে। তাই কুক্কুরীপাকে চর্যাপদের মহিলা কবি হিসেবে অনুমান/ধারণা করা হয়। কুক্কুরীপা ৩টি পদ(খুঁজে না পাওয়া ৪৮নং পদসহ) রচনা করেন। সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।